”যাকাত ধনীদের (সাহেবে নিসাব ) থেকে আদায় করে গরিবদের মাঝে বন্টন করা হবে” [ বুখারী : ৫:২১১, মুসলিম ১:১১১ ]
এককজন সম্পদশালী মুসলমানের জন্য যাকাত প্রদান ফরজ কাজ। আমরা যথাযথ ভাবে যাকাত ব্যবস্থাপনার কাজে সহায়তার লক্ষ্যে স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করতে চাই। যাতে যাকাত দাতা ও গ্রহীতার মধ্যে যাকাত সচেতনতা বৃদ্ধি পায়।
আমরা সবসময় উৎসাহী স্বেচ্ছাসেবকদের সন্ধান করি ও তাদের
প্রতিটি কাজের অভিজ্ঞতা ও দক্ষতার প্রশংসা করি, যারা যাকাতের কার্যক্রমকে কার্যকরভাবে পরিচালনায় সহায়তা করতে পারে ।
স্বেচ্ছাসেবকরা সমাজে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার একটি উদ্দ্যোগ হতে পারে একটি শিশুর সুন্দর ভবিষৎ, একটি পরিবার পেতে পারে আর্থিক স্বচ্ছলতা, দেশে সম্প্রসারিত হতে পারে যাকাতের অর্থনীতি ।
কাম্পেইন ফর যাকাত এর সাথে স্বেচ্ছাসেবীর কাজ করা অত্যন্ত আনন্দের। যাকাত সচেতনতায় কাম্পেইন ফর যাকাতের স্বেচ্চাসেবক হিসাবে অর্ন্তভুক্তির জন্য আগ্রহী সকলকে আমাদের দলভুক্ত হওয়ার আহবান জানাই ।
0 Comments:
Post a Comment