Zakat for volunteers !

 Zakat for volunteers !

”নিশ্চয় যারা ইমান আনে ও নেক আমল করে এবং সালাত প্রতিষ্ঠা করে আর যাকাত প্রদান করে, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে প্রতিদান । আর তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিত হবে না”[ সুরা বাকারা:আয়াত ২৭৭]

”যাকাত ধনীদের (সাহেবে নিসাব ) থেকে আদায় করে গরিবদের মাঝে বন্টন করা হবে” [ বুখারী : ৫:২১১, মুসলিম ১:১১১ ]

এককজন সম্পদশালী মুসলমানের জন্য যাকাত প্রদান ফরজ কাজ। আমরা  যথাযথ ভাবে যাকাত ব্যবস্থাপনার কাজে সহায়তার লক্ষ্যে স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করতে চাই। যাতে  যাকাত দাতা ও গ্রহীতার মধ্যে যাকাত সচেতনতা বৃদ্ধি পায়।

আমরা সবসময় উৎসাহী স্বেচ্ছাসেবকদের সন্ধান করি তাদের 
প্রতিটি কাজের অভিজ্ঞতা  দক্ষতার প্রশংসা করিযারা যাকাতের কার্যক্রমকে কার্যকরভাবে পরিচালনায় সহায়তা করতে পারে      
স্বেচ্ছাসেবকরা সমাজে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার একটি উদ্দ্যোগ হতে পারে একটি শিশুর সুন্দর ভবিষৎ, একটি পরিবার পেতে পারে আর্থিক স্বচ্ছলতা, দেশে সম্প্রসারিত হতে পারে যাকাতের অর্থনীতি  

কাম্পেইন ফর যাকাত এর সাথে  স্বেচ্ছাসেবীর কাজ করা অত্যন্ত আনন্দের। যাকাত সচেতনতায়  কাম্পেইন ফর যাকাতের স্বেচ্চাসেবক হিসাবে অর্ন্তভুক্তির জন্য আগ্রহী সকলকে আমাদের দলভুক্ত হওয়ার  আহবান  জানাই 

       
 




0 Comments:

Post a Comment

Copyright @ 2014 Campaign for Zakat.